শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচনী মনোনয়নপত্র বৈধ ৫ মেয়র প্রার্থীর

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে। বৃহস্পতিবার (১৯ মে) নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে যাচাই-বাছাই শুরু হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ছয়জন মেয়র প্রার্থীর মধ্যে পাঁচজন মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। তবে একজনের যাচাই দুুপুর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

মেয়র পদে মনোনয়নপত্রে বৈধতা পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আরফানুল হক রিফাত, মনিরুল হক সাক্কু (স্বতন্ত্র, বিএনপি), মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার (স্বতন্ত্র, বিএনপি), ইসলামী আন্দোলনের মো. রাশেদুল ইসলাম ও স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুল। তবে স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ বিদ্রোহী) মাসুদ পারভেজ খান ইমরানের মনোনয়নপত্র পুনরায় যাচাই করা হবে।

গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে মোট ১৬৪ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে ছয়জন মেয়র প্রার্থী, ১২০ জন সাধারণ কাউন্সিলর এবং ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর।

রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী বলেন, মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের তাদের মনোনয়নের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট সঠিক সময়ে আবেদন করতে হবে। সময়ের বাইরে কেউ আপিল করলে লাভ হবে না। বিকেল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img