শনিবার, এপ্রিল ২০, ২০২৪

কালবৈশাখী ঝড়ের সময় সুনামগঞ্জে বজ্রপাতে তিন শিশুর মৃত্যু, আহত ৯

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সুন্দর পাহাড়ি গ্রামে বাদাম তোলার সময় বজ্রপাতে তিনশিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরো অন্তত আট শিশুসহ ৯ জন।

আজ বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১২টায় কালবৈশাখী ঝড়ের সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হল তাওহীদ (১১), রিপা(১২) ও আমিরুল(১১)।

এঘটনায় আহতদের তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, সুন্দর পাহাড়ি গ্রামের পাশের খেতে বাদাম তোলার সময় বজ্রপাতের ঘটনায় তিনশিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন জানান, সুন্দর পাহাড়ি গ্রামের পাশের খেতে বাদাম তোলার সময় বজ্রপাতের ঘটনায় তিনশিশুর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৯ জন।

তিনি আরও জানান, নিহত প্রত্যেক শিশুর পরিবারকে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনাসিন্ধু চৌধুরী বাবুল বলেন, বজ্রপাতে নিহত ও আহতদের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহায়তা প্রদান করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img