শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

বিএনপি থেকে পদত্যাগ করলেন মনিরুল হক সাক্কু

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে সাবেক মেয়র স্বতন্ত্র মেয়র প্রার্থী মোঃ মনিরুল হক সাক্কু কুমিল্লা দক্ষিণ জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (১৯ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সহকারী মোঃ কবির হোসেন মজুমদার।

প্রেস বিজ্ঞপ্তিতে মেয়র প্রার্থী মনিরুল হক সাক্কু বলেন, আজ আমার মনোনয়নপত্র বৈধ ষোষণা করেছে নির্বাচন কমিশন। বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে আমি কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করেছি। পদত্যাগ পত্রটি দক্ষিণ জেলা বিএনপির সভাপতি রাবেয়া চৌধুরীর হাতে পোঁছানো হয়েছে। যার অনুলিপি কেন্দ্রীয় মহাসচিব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বরাবার পোঁছানো হয়।

তিনি আরও বলেন, আমি কুমিল্লা পৌরসভার সর্বশেষ চেয়ারম্যান ও সর্বশেষ মেয়রের দায়িত্ব পালন করেছি। ২০১১ সালে কুমিল্লা পৌরসভা কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপান্তরিত হয়। ২০১২ সালের প্রথম সিটি কর্পোরেশন নির্বাচনে আমি সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হই এবং ২০১৭ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থী হয়ে দ্বিতীয় বার নির্বাচিত হই। আপনারা জানেন কুমিল্লা সিটি কর্পোরেশনের তৃতীয় নির্বাচন আগামী ১৫ জুন । আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি যৌক্তিক ও জনদাবী (নির্দলীয় নিরপেক্ষ তত্ত্ববধায়ক সরকার) প্রেক্ষাপটে বর্তমান সরকারের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। আমার দলের এই সিদ্ধান্তের সাথে আমি সম্পূর্ণ একমত। কিন্তু দীর্ঘদিন যাবৎ ঘরের দায়িত্ব পালন করতে গিয়ে আমার তৃণমূলের নেতাকর্মী সমর্থক ও নগরবাসীর অনুরোধে আমাকে বাধ্য হয়ে আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করতে হচ্ছে। আমি আমার দলীয় পদবী ধারন করে সিটি কর্পোরেশন নির্বাচনে অংশগ্রহণ করলে আমার প্রিয় দল (বিএনপি) বিতর্কিত হবে বলে আমি বিশ্বাস করি। তাই দলীয় ভাবমূর্তি অক্ষুন্ন রাখার স্বার্থে আমি কুমিল্লা (দঃ) জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদকের পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। আমি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক বহু দলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের একজন সৈনিক এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক কর্মী হয়ে আজীবন কাজ করে যাব ইনশাআল্লাহ।

দলীয় সূত্রে জানা গেছে, গত বছরের ডিসেম্বরে দলের কেন্দ্রীয় কমিটির এক সভায় উপস্থিত না থাকায় কেন্দ্রীয় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য পদ থেকে মনিরুল হক সাককুকে অব্যাহতি দেওয়া হয়। ২০১২ সালে কুসিক নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি। সেই সময় সাককু দল থেকে পদত্যাগ করে নাগরিক কমিটির প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিয়ে মেয়র পদে জয়ী হন। পরবর্তীতে তার পদত্যাগপত্র প্রত্যাহার করে পুনরায় তাকে বিএনপিতে নেওয়া হয়।

তার আগে আরেক স্বতন্ত্র মেয়র প্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন কায়সার স্বেচ্ছাসেবক দলের কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও কুমিল্লা মহানগর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১৯ মে) দুপুর ১টার দিকে নিজ বাসভবনে সংবাদ সম্মলনে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত আগামী ১৫ জুন ইভিএমের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়ন পত্র প্রত্যাহার ২৬ মে। ২৭ মে প্রতীক বরাদ্দ দেওয়া হবে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে। এ নির্বাচনে ১০৫টি কেন্দ্রে ৬৪০টি ভোট কক্ষ থাকবে। কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে দুইজন তৃতীয় লিঙ্গের ভোটারসহ ২ লাখ ২৯ হাজার ৯২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img