মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বন্যার্তদের সরকারিভাবে সহায়তার আহ্বান জিএম কাদেরের

অতি মাত্রায় বৃষ্টি আর উজান থেকে আসা ঢলে সিলেটের বন্যা পরিস্থিতি ক্রমান্বয়ে অবনতির দিকে যাচ্ছে। এমন পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের এমপি।

বৃহস্পতিবার (১৯ মে) এক বিবৃতিতে বন্যার্ত মানুষের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সরকারের প্রতি এ আহবান জানান তিনি।

বিবৃতিতে জিএম কাদের বলেন, প্রায় সপ্তাহব্যাপী বন্যায় সিলেটের পানিবন্দি মানুষ সীমাহীন দুর্ভোগে দিনাতিপাত করছে। ইতোমধ্যে অনেক পরিবারেই খাদ্য সংকট দেখা দিয়েছে। বিশেষ করে দিন এনে দিন খায়, এমন মানুষের সংসারে হাহাকার উঠেছে। পাশাপাশি সিলেটের বিভিন্ন ইউনিয়নেও বন্যা পরিস্থিতি ভয়াবহ অবস্থা সৃষ্টি করেছে। তাই প্রয়োজনীয় ত্রাণ ও অর্থ সহায়তা দিতে সরকারের প্রতি আহবান জানাই।

বিবৃতিতে সিলেটের বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে দেশের বিত্তবানদের এগিয়ে আসতে আহবান জানান জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img