শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সড়ক দুর্ঘটনায় এক মাদরাসা ছাত্র নিহত

জয়পুরহাট জেলার ধামইরহাট সড়কে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জয় হোসেন (২০) নামে এক মাদরাসা ছাত্র নিহত এবং তার বন্ধু তাহমিদ (২২) গুরুতর আহত হয়েছে।

সোমবার (১৬ মে) রাত ৯টায় এ ঘটনা ঘটে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জানান, মৃত জয় হোসেন পার্শবর্তী নওগাঁর ধামইরহাট উপজেলার ফাঁসিপাড়া গ্রামের আতোয়ার হোসেনের ছেলে ও ধামইরহাট সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের ছাত্র। আহত তাহমিদ একই গ্রামের শহিদুল ইসলামের ছেলে। সে জয়পুরহাট সরকারি কলেজের প্রথম বর্ষের ছাত্র।

ওসি আরও জানান, জয় ও তাহমিদ দুই বন্ধু জয়পুরহাট শহরে একটি চাইনিজ রেস্টুরেন্টে খাবার খেয়ে সোমবার রাত ৯ টার সময় ঝড়-বৃষ্টি শুরু হলে মোটরসাইকেলে করে নিজ বাড়িতে ফিরছিলেন। জয়পুরহাট-ধামইরহাট সড়কের সদর উপজেলার দোগাছী ইউনিয়নের বোর্ড ঘর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং ট্রাকটি উল্টে পাশের খাদে পড়ে যায় । এতে ঘটনাস্থলেই মারা যান জয় হোসেন । এ ঘটনায় আহত হয় তার বন্ধু তাহমিদ । স্থানীয়রা তাকে উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়। এ ব্যাপারে জয়পুরহাট থানায় একটি মামলা হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img