বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

ইসলামপন্থীদের হুমকি হিসেবে দেখছেন নব নির্বাচিত আমিরাত প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান।

শনিবার (১৪ মে) এ পদের জন্য তাকে নির্বাচিত করে দেশটির ফেডারেল সুপ্রিম কাউন্সিল।

উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে ইরান ও ইসলামপন্থীদের হুমকি হিসেবে দেখেন এ রাষ্ট্র নেতা। ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট ইসরাইলকে সঙ্গে নিয়ে মধ্যপ্রাচ্য পুনর্গঠনে তার নেতৃত্বেই কাজ করছে নতুন ইরান-বিরোধী অক্ষ।

সাবেক মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের সাথে তার উষ্ণ সম্পর্ক ছিল। ইরানের উপর ওয়াশিংটনের সর্বাধিক চাপ সৃষ্টির ক্ষেত্রেও তার ভূমিকা রয়েছে। এছাড়া মিশরের মুসলিম ব্রাদারহুডকে সমর্থন, প্রতিবেশী কাতারকে বয়কট এবং ইয়েমেন যুদ্ধ শুরু করেছিলেন তিনি।

শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান ১৯৬১ সালে আমিরাতের আল-আইন শহরে জন্মগ্রহণ করেন। তার বাবা আমিরাতের প্রথম প্রেসিডেন্ট শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ান ও মা শেখা ফাতেমা বিনতে মুবারক। তিনি ব্রিটেনের রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টের একজন গ্র্যাজুয়েট।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img