শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ইউক্রেনে হামলায় ক্ষতিগ্রস্থ মসজিদ থেকে তুর্কিদের দেশে ফেরানোর চেষ্টা চলছে: মেভলুত

ইউক্রেনের মারিওপোলের মসজিদে আশ্রয় নেয়া তুর্কি নাগরিকদের উদ্ধার করে দেশে ফেরানোর চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসুগলো।

এর আগে শনিবার (১২ মার্চ) রয়টার্স জানায়, মারিওপোলের সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং তার স্ত্রীর নামে করা মসজিদে রুশ বাহিনী গোলাবর্ষণ করে।

এ বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, এরইমধ্যে স্যাটেলাইট ফোনে মসজিদে আশ্রয় নেয়া তুর্কি নাগরিকদের সাথে যোগাযোগ করা হয়েছে। তবে, সেখানে কতজন তুর্কি নাগরিক রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এরইমধ্যে, তাদের উদ্ধারে রাশিয়ার সাথে যোগাযোগ করা হয়েছে।

তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতাও চেয়েছেন বলে জানান। এ পর্যন্ত ইউক্রেন থেকে অন্তত ১৫ হাজার তুর্কি নাগরিককে উদ্ধার করেছে তুরস্ক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img