শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইউক্রেন-রাশিয়া সংকটে বৈঠকে বসছেন এরদোগান ও জার্মান চ্যান্সেলর শুলজ

ইউক্রেন ও রাশিয়ার সাথে চলমান যুদ্ধের সমাধানে বৈঠকে বসছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান ও জার্মানির চ্যান্সেলর ওলাফ শুলজ।

সোমবার (১৪ মার্চ) তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।

ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধ বন্ধ ও ইউক্রেনে স্থায়ী যুদ্ধ বিরতি কার্যকরে কী করণীয়—সে বিষয়ক আলোচনাই এ বৈঠকে প্রধান্য পাবে।

ইউক্রেন ইস্যুতে আন্তর্জাতিক রাজনীতিতে তুরস্কের অবস্থান বেশ স্বতন্ত্র। কারণ, কৃষ্ণ সাগর অঞ্চলে ইউক্রেন ও রাশিয়া— উভয় দেশের সঙ্গেই সমুদ্র সীমান্ত আছে তুরস্কের এবং দেশটি একই সঙ্গে ইউক্রেন ও রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। পাশাপাশি, যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একমাত্র প্রাচ্যদেশীয় সদস্যরাষ্ট্র তুরস্ক।

এদিকে, ২০২১ সালের ডিসেম্বরে জার্মানির চ্যান্সেলর পদে আসীন হওয়ার পর এই প্রথমবার আঙ্কারায় যাচ্ছেন ওলাফ শুলজ।

দুই শীর্ষনেতার বৈঠকে বৈঠকে ইউক্রেন ছাড়াও তুরস্ক ও জার্মানির দ্বিপাক্ষিক সম্পর্ক ও ইউরোপীয় ইউনিয়ন বিষয়ে আলোচনা হবে বলে জানানো হয়েছে তুরস্কের প্রেসিডেন্টের দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img