বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

সুইডেন-ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানের ব্যাপারে যা বললেন এরদোগান

সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদান নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তুরস্কের জন্য এটি অসম্ভব সুইডেন ও ফিনল্যান্ডের ন্যাটোতে যোগদানকে সমর্থন করা।

শুক্রবার (১৩ মে) ইস্তাম্বুলে সাংবাদিকদের সাথে আলাপকালে এরদোগান এসব কথা বলেন।

তুরস্কের প্রেসিডেন্ট বলেন, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল সন্ত্রাসী সংগঠনগুলোর অতিথিশালা। এ পরিস্থিতিতে আমরা তাদের ন্যাটোতে যোগ দেয়ার পরিকল্পনা সমর্থন করতে পারি না।

শুক্রবার (১৩ মে) তুরস্ক বরাবরই সুইডেন ও অন্যান্য পশ্চিম ইউরোপীয় দেশগুলোর দ্বারা পরিচালিত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য সমালোচনা করে আসছে।

এদিকে ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ফিনল্যান্ডের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে ন্যাটোতে যোগ দেয়ার পরিণতির ব্যাপারে সতর্ক থাকার জন্য ফিনল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছে।

সূত্র : আলজাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img