মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ভারতে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে: সোনিয়া গান্ধী

ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, দেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে, তারা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ।

শুক্রবার (১৩ মে) সোনিয়া গান্ধী কংগ্রেসের ‘চিন্তন শিবির’-এ বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।

বিজেপি সরকারকে টার্গেট করে সোনিয়া গান্ধী বলেন, মোদী ও তার সহযোগীরা সরকারে মেরুকরণকে স্থায়ী করে দিয়েছে। মানুষ ভয় ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে।

সোনিয়া গান্ধী আরও বলেন, নব সংকল্প চিন্তন শিবির আমাদের কাছে বিজেপি, আরএসএস এবং তার সহযোগীদের নীতির ফলে দেশ যে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তা নিয়ে আলোচনা করার সুযোগ।

তিনি বলেন, মোদি ও তার সরকার বলছে সর্বাধিক প্রশাসন এবং ন্যূনতম সরকার কিন্তু বাস্তবতা হলো বিভাজনকে স্থায়ী করা হয়েছে। আমাদের সমাজের বহুত্ববাদকে টার্গেট করা হচ্ছে। রাজনৈতিক প্রতিপক্ষকে ভয়ভীতি দেখানো হচ্ছে। কারাগারে পাঠানো হচ্ছে। তদন্ত সংস্থার অপব্যবহার করা হচ্ছে। গণতন্ত্রের সব স্তম্ভ ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সূত্র: পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img