শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

শ্রীলঙ্কা থেকে সরকারের শিক্ষা নেওয়া উচিত: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অসহায় মানুষ ক্ষোভের আগুনে জ্বলছে। এই অবস্থায় সরকারের উচিত হবে শ্রীলঙ্কার রাজনৈতিক পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়া।

শুক্রবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে যুব অধিকার পরিষদ আয়োজিত ভোজ্যতেলসহ দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ভোজ্যতেলের দাম লিটারে ৩৮ টাকা বেড়েছে। তারা মনে করছে, ২ টাকা তো কমই রাখা হয়েছে, ২০০ টাকা তো আর করা হয়নি। এই জাতীয় উপহাস দেশবাসী আর কত দেখবে? আমাদের ঈশান কোণে মেঘ জমেছে, আপনারা রক্ষা পাবেন না। এখনও সময় আছে। খোদার কাছে যেভাবে মাফ চান, জনগণের কাছেও তেমনই মাফ চান।

তিনি আরও বলেন, পৃথিবীর কোনো বিশেষজ্ঞ ধারণা করতে পারেননি, শ্রীলঙ্কার জনগণ যে তুষের আগুনে জ্বলছিল, তা বিস্ফোরণে পরিণত হবে। শ্রীলঙ্কার জাতীয় বীর আজ জাতীয় ভিলেনে পরিণত হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img