বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

এ সপ্তাহেই আসছে নতুন মন্ত্রিসভা: লঙ্কান প্রেসিডেন্ট

শ্রীলঙ্কায় গণবিক্ষোভের জেরে আগেই প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন মাহিন্দা রাজাপক্ষে। কিন্তু তাতেও শান্ত হয়নি পরিস্থিতি। সরকারবিরোধী বিক্ষোভ আর সহিংসতা আরও প্রকট রূপ ধারন করেছে। তবে চলতি সপ্তাহেই নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপক্ষে।

বৃহস্পতিবার (১২ মে) এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে ও রাষ্ট্রকে সচল রাখতে আমি একটি নতুন সরকার গঠনের পদক্ষেপ নিচ্ছি।

প্রেসিডেন্টের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানায়, নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ ২২৫ আসনের জনপ্রিতিনিধিদের প্রতিনিধিত্ব করবে। পার্লামেন্টকে আরও ক্ষমতা দিতে সাংবিধানিক পরিবর্তনও আনা হবে।

তবে বিক্ষোভকারীরা বলছেন, প্রেসিডেন্টের ভাষণটি প্রকৃত সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img