শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

আলেম সমাজকে আক্রমণ করা দুঃখজনক: আসিফ নজরুল

ভাস্কর্য ইস্যুতে আলেম সমাজকে আক্রমণ করার নিন্দা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, লেখক ও রাষ্ট্রচিন্তক আসিফ নজরুল।

সোমবার (৩০ নভেম্বর) নিজের ফেসবুক আইডিতে এবিষয়ে একটি পোষ্ট দেন আসিফ নজরুল।

পাঠকদের জন্য সেটি হুবুহু তুলে ধরা হল-

কোনটা ভাস্কর্য, কোনটা মূর্তি এ নিয়ে কারো বক্তব্য থাকতে পারে। এ নিয়ে কোরআন-হাদীসের ব্যাখ্যাও দিতে পারেন কেউ। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, ব্যাখ্যাটা দিতে হবে ভালো করে জেনে। অতি সামান্য কিছু পড়ে বা এর-তার থেকে শুনে মনমতো ব্যাখ্যা দেয়ার বিষয় এটি না।

এ বিষয়ে কথা বলতে গিয়ে দেশের আলেম সমাজকে কিছু মানুষ যে ভাষায় আক্রমণ করছেন তা অত্যন্ত দুঃখজনক।

আমাদের কথা বলতে হবে কারো বক্তব্য নিয়ে। বক্তব্যের উত্তর দেয়ার নামে বক্তার চরিত্রহনন বা তাকে হুমকি দেয়া অপরাধমূলক কাজ। রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, আলেম সমাজ সবার উচিত সকল প্রকার উস্কানিমূলক বক্তব্য পরিহার করা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img