বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

ফিলিপাইনে আঘাত হেনেছে শক্তিশালী টাইফুন; নিহত ৫

প্রবল শক্তি সঞ্চার করে ফিলিপাইনে আঘাত হেনেছে টাইফুন নোরু। টাইফুনের আঘাতে এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আজ সোমবার (২৬ সেপ্টেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

তিনি জানিয়েছেন, ফিলিপাইনের লুজান দ্বীপের ওপর দিয়ে ২৪০ কিলোমিটার বেগে ঝড়ো বাতাস বয়ে গেছে। দেশটির ১১ কোটি জনসংখ্যার অর্ধেকের বসবাস এখানেই।

আবহাওয়া পূর্বাভাসকারীরা বলেন, ঝড়টি তীব্রভাবে লুজানের পশ্চিমে আঘাত হেনেছে। ফিলিপাইনে চলতি বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় নোরু। বুলকানের গভর্নর ড্যানিয়েল ফার্নান্দো বলেছেন, সান মিগুয়েল জেলায় উদ্ধার অভিযানের সময় আকস্মিক বন্যায় ভেসে গেছেন পাঁচ জন।

ভারী বৃষ্টিতে ডুবে গেছে অনেক গুরুত্বপূর্ণ সড়ক। খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। ঝড়ের কারণে ৭৪ হাজারের বেশি মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরিয়ে নিরাপদে নেওয়া হয়েছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img