শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ওলামা-তোলাবা ও আওয়াম সবার জন্যই আত্মশুদ্ধি প্রয়োজন : মুফতী ফয়জুল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতী ফয়জুল করীম বলেছেন, আল্লাহকে পাওয়ার জন্য আমাদের মুজাহাদা করতে হবে। মুজাহাদার মাধ্যমে বান্দা আল্লাহর কাছাকাছি হয়। মুজাহাদা বা সাধনার মাধ্যমে তাযকিয়ায়ে নফস তথা আত্মশুদ্ধি হাসিল হয়।

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর ভাটারাস্থ জামিয়া সাঈদিয়া কারিমিয়া (ভাটারা মাদারাসা) কমপ্লেক্সে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও ঢাকা মহানগর উত্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওলামা ইসলাহী মজলিসে এসব কথা বলেন তিনি।

মুফতী ফয়জুল করীম বলেন, আজ আমাদের ওলামা-তোলাবা ও আওয়াম সবার জন্যই আত্মশুদ্ধি প্রয়োজন। আত্মশুদ্ধি ও ইসলাহে নফসের গুরুত্ব অনুধাবন করতে হবে। আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের আত্মার রোগ অহংকার ও অহমিকা বোধ-এর মূলোৎপাটন সম্ভব। স্বার্থপরতার ব্যাধিও আত্মশুদ্ধির মাধ্যমে আমাদের অন্তর থেকে দূরীভূত হতে পারে। এ সব বাতেনী রোগ থেকে মুক্তি পেলেই আমরা পারস্পরিক মজবুত ঐক্য ও শৃঙ্খলা বোধ প্রতিষ্ঠায় সফলতা অর্জন করতে সক্ষম হতে পারবো,যা আমাদের কাঙ্খিত মানযিল মকসুদে পৌঁছাতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img