বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

নৈতিক অবক্ষয় রোধে আত্মশুদ্ধির বিকল্প নেই : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী রেজাউল করীম বলেছেন, নৈতিক অবক্ষয় রোধ ও চারিত্রিক অধঃপতন থেকে বাঁচতে আত্মশুদ্ধির বিকল্প নেই। আর আত্মশুদ্ধির জন্য সাদেকীন বান্দাদের সোহবত ও মুজাহাদা জরুরি। দুনিয়াবী শান্তি ও পরকালীন আজাব থেকে মুক্তি পেতে পরিশুদ্ধ কলব গঠনে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে।

সোমবার (৩ অক্টোবর) রাজধানীর ভাটারাস্থ জামিয়া সাঈদিয়া কারিমিয়া (ভাটারা মাদারাসা) কমপ্লেক্সে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ও ঢাকা মহানগর উত্তরের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত ওলামা ইসলাহী মজলিসে এসব কথা বলেন তিনি।

চরমোনাই পীর বলেন, আলেম-গাইরে আলেম সবার জন্যই পরিশুদ্ধ কলব প্রয়োজন। এই পরিশুদ্ধ কলব ও আল্লাহর ভয়— তাকওয়া বান্দার মধ্যে না থাকার কারণেই সমাজে আজ বিশৃঙ্খলা ও নানা অপরাধ সংগঠিত হচ্ছে। এ থেকে উত্তোরণের জন্য আমাদের নিয়মিত ইসলাহে নফসের মেহনত ও মুজাহাদা চালিয়ে যেতে হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img