আঙ্কারায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভবনের সামনে আত্মঘাতী বোমা হামলার পর উত্তর ইরাকে অবস্থিত কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে তুরস্ক।
রবিবার (২ অক্টোবর) কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির সন্দেহভাজন ২০ টি আস্তানা (পিকেকে) লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আশ্রয় কেন্দ্র, গুহা ও গুদামঘর লক্ষ্য করে চালানো এ বিমান হামলায় প্রচুর সংখ্যক সক্রিয় পিকেকে সদস্যকে ‘নিরপেক্ষ’ (নিহত, আহত বা গ্রেফতার) করা হয়েছে।
এর পূর্বে, রবিবার, তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গেটের সামনে একটি আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটায় দুইজন সন্ত্রাসী। এতে দুই পুলিশ কর্মকর্তা আহত হন। তবে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন সন্ত্রাসী নিহত হয়েছে।
সন্ত্রাসী গোষ্ঠীর ঘনিষ্ঠ একটি বার্তা সংস্থা জানিয়েছে, এ হামলার দায় স্বীকার করেছে পিকেকে যারা উত্তর ইরাকে শক্তিশালী ঘাঁটি নিয়ন্ত্রণ করে ।
এদিকে একজন হামলাকারীকে পিকেকের সদস্য হিসেবে চিহ্নিত করেছে তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অন্য হামলাকারীর পরিচয় সনাক্তকরণের চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
উল্লেখ্য, উত্তর ইরাকে পিকেকে সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে এখন পর্যন্ত বহু অভিযান পরিচালনা করেছে আঙ্কারা। ২০১৬ সালে দায়েশ ও কুর্দি মিলিশিয়া গ্রুপকে পিছু হটানোর লক্ষ্যে সিরিয়াতে অনুপ্রবেশ করে তুরস্ক। কুর্দি মিলিশিয়া গ্রুপ মূলত “ওয়াইপিজি” নামে পরিচিত যা এই অঞ্চলের বিভিন্ন এলাকা নিয়ন্ত্রণ করে।
আঙ্কারার চোখে “ওয়াইপিজি” হল “পিকেকে” গোষ্ঠীর সামরিক শাখা যা তুরস্ক, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন দ্বারা সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত।
১৯৮৪ সাল থেকে তুরস্কের বিরুদ্ধে বিদ্রোহ চালিয়ে যাচ্ছে পিকেকে। এদের হামলায় এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ নিহত হয়েছে।
গত বছর, ইস্তাম্বুলে একটি বোমা হামলায় ২ শিশুসহ মোট ৬ জন নিহত হয়। আহত হয় ৮০ জনেরও বেশি। এ হামলার জন্য পিকেকে ও ওয়াইপিজিকে দায়ী করে তুরস্ক।
সূত্র: ফক্স ফাইভ