বৃহস্পতিবার, মে ২, ২০২৪

বিশ্বকাপের খবর সংগ্রহে কাতারে গিয়ে আরবদের তোপের মুখে ইসরাইলী সাংবাদিকরা

কাতারে চলমান ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহ করতে যাওয়া ইহুদবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলী সাংবাদিকরা আরবদের তিরস্কারের সম্মুখীন হচ্ছেন। ইসরাইলী টেলিভিশন চ্যানেল ‘কান-১২’-এর সাংবাদিক মোয়াভ ভার্দিকে এক সৌদি সমর্থক স্পষ্ট ভাষায় বলেন, ‘আপনি এখানে স্বগত নন’।

ইসরাইলের সাংবাদিককে উদ্দেশ্য করে সেই সৌদি সমর্থক বলেন, ”ইসরাইল বলতে কিছুই নেই, এটা শুধুই ফিলিস্তিন। দয়া করে চলে যান। এখানে আপনাকে স্বাগত জানানো হচ্ছে না। এটা কাতার, এটি আমাদের দেশ- আপনি এখানে আসতে পারেন না। ইসরাইল বলতে কিছুই নেই, এটা শুধুই ফিলিস্তিন।”

গত শনিবার (২৬ নভেম্বর) কাতারে ফুটবল বিশ্বকাপের খবর সংগ্রহের সময় ইসরাইলী সাংবাদিকের সাথে এই ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এই সময় অন্যান্যরা “ফ্রি প্যালেস্টাইন” স্লোগান দিচ্ছিল।

ইসরাইলী টেলিভিশন চ্যানেল ‘কান-১১’ ও ‘চ্যানেল-১২’-এর সাংবাদিক সাংবাদিকরা রয়টার্সকে জানিয়েছিলেন তাদের অনেককেই কাতার বিশ্বকাপে তিরস্কৃত হচ্ছেন।

অনলাইনে প্রচারিত একটি ভিডিও দেখা গেছে সৌদি, কাতার, লেবানন ও তিউনিসির বেশ কয়েকজন নাগরিক ইসরায়েলি সাংবাদিকদের সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানাচ্ছে।

উল্লেখ্য, বিশ্বকাপের আয়োজক দেশ কাতার ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। তবে ইসরাইলের কিছু সাংবাদিককে সংবাদ সংগ্রহের জন্য কাতার আসার অনুমতি দেওয়া হয়।

সূত্র : মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img