বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

সিরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ইঙ্গিত এরদোগানের

সিয়ার সুন্নি মুসলমানদের গণহত্যাকারী বাশার আল আসাদ সরকারের সাথে আলোচনার ইঙ্গিত দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। দীর্ঘদিন যাবত এই রক্তপিপাসু সিরিয়ার স্বৈরশাসকের সাথে সবরকমের সম্পর্ক ছিন্ন করে রেখেছে তুরস্ক।

ইরান সমর্থিত শিয়া ধর্মের অনুসারী বাশার আল আসাদ নিজ দেশের লক্ষ লক্ষ সুন্নি মুসলিমদের হত্যা করেছে। তার জুমুল থেকে বাঁচতে লাখো সিরিয়ার সুন্নি মুসলামান পার্শ্ববর্তী দেশ তুরস্কসহ বিশ্বের অনেকে দেশে আশ্রয় নিয়েছে।

এসব কারণে দীর্ঘদিন যাবত বাশার আল আসাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রাখেন প্রেসিডেন্ট এরদোগান।

গতকাল রোববার (২৭ নভেম্বর) আঙ্কারায় এক বক্তব্যে এরদোগান বলেন, মিশরের সঙ্গে যেভাবে তুরস্কের সম্পর্ক স্বাভাবিক হচ্ছে একইভাবে সিরিয়ার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একইপথে হাঁটবে তুরস্ক।

গত ১৩ নভেম্বর তুরস্কের ইস্তাম্বুল শহরে ভয়াভহ বোমা হামলা চালায় কুর্দি সন্ত্রাসী গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টিকে (পিকেকে)। এই হামলায় ৮ জন নিহত ও ৮১ জন আহত হয়। সিরিয়ায় বসে এই হামলার পরিকল্পনা করা হয় বলে জানিয়েছে তুরস্ক। সিরিয়ার বাশার আল আসাদ সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীটিকে সমর্থন ও সহযোগিতা করে বলে ধারণা করা হয়।

কায়রোর সঙ্গে আঙ্কারার সম্পর্ক স্বাভাবিক করার যে প্রক্রিয়া চলছে তার অংশ হিসেবে গত রোববার দোহায় বিশ্বকাপ ফুটবলের অবকাশে মিশরের প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল-সিসির সঙ্গে সাক্ষাৎ করেন রজব তাইয়েব এরদোগান।

২০১৩ সালে আল-সিসি মিশরের সাবেক ইসলামপন্থি প্রেসিডেন্ট মুহাম্মাদ মুরসিকে ক্ষমতাচ্যুত ও তার সমর্থকদের বিরুদ্ধে রক্তক্ষয়ী দমন অভিযান চালানোর পর দেশটির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিল তুরস্ক।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img