মঙ্গলবার, ডিসেম্বর ১২, ২০২৩

কারামুক্ত হয়েই পরীক্ষার হলে খাদিজা

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পাওয়ার পরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েই পরীক্ষা দিতে গেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী খাদিজা। দীর্ঘ প্রায় ১৫ মাস পর সোমবার (২০ নভেম্বর) তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

আর আজ থেকেই তার দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা শুরু হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ভবনে তিনি পরীক্ষা দিচ্ছেন।

জানা গেছে, সকাল ১০টা থেকে খাদিজার পরীক্ষা শুরু হয়। তবে কারামুক্ত হয়ে পরীক্ষার হলে যেতে তার বেলা সাড়ে ১১টা বেজে যায়।

গত ১৬ নভেম্বর রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে খাদিজাকে জামিনের আদেশ দেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img