মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ওমর আব্দুল্লাহ ও মেহেবুবা মুফতিকে আবারও গৃহবন্দি করেছে ভারত

কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স নেতা ও সাবেক মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ এবং পিডিপি সভানেত্রী ও সাবেক মুখ্যমন্ত্রী মেহেবুবা মুফতিকে আবারও গৃহবন্দি করেছে দখলদার ভারতীয় বাহিনী।

রোববার (১৪ ফেব্রুয়ারি) গৃহবন্দির প্রতিবাদে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় ফারুক আব্দুল্লাহর ছেলে ওমর আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করেন।

তিনি বলেন, ২০১৯ সালের আগস্টের পরে এটাই নয়া কাশ্মীর। কোনও ব্যাখ্যা ছাড়াই আজকাল গৃহবন্দি করা হয় আমাদের। পরিস্থিতি এতটাই খারাপ যে আমার বাবা, যিনি একজন সংসদ সদস্য, তাকে এবং আমাকে বন্দি করা হয়েছে, আমার বোন এবং তার ছেলেমেয়েকেও বন্দি করা হয়েছে।

ওমর আব্দুল্লাহ বলেন, গণতন্ত্রের নয়া রূপ দেখাচ্ছে, কোনও কারণ ছাড়াই আমাদের বাড়িতে আটকে রাখা হবে। শুধু তাই নয়, আমাদের বাড়িতে যারা কাজ করেন, তাদেরও ঢুকতে দেওয়া হচ্ছে না।

এরআগে পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতিও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে গৃহবন্দি করা হয়েছে বলে জানিয়েছিলেন।

২০১৯ সালে কাশ্মীরের বাসিন্দাদের জন্য বিশেষ সুবিধা সম্বলিত ৩৭০ ধারা অবৈধভাবে বাতিলের সময়েও মেহবুবা মুফতি, ফারুক আব্দুল্লাহ, ওমর আব্দুল্লাহসহ কাশ্মীরের বহু রাজনীতিককে দীর্ঘদিন বন্দি করে রাখে দখলদার ভারত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img