বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সাম্প্রদায়িক শক্তিকে ভারতের গৌরব নিয়ে খেলা করতে দেব না : মাওলানা মাহমুদ মাদানী

ভারতের জমিয়তে উলামায়ে হিন্দ নেতা মাওলানা মাহমুদ মাদানী বলেছেন, সাম্প্রদায়িক শক্তিকে দেশের গৌরব নিয়ে খেলা করতে দেব না।

তিনি রোববার ওই মন্তব্য করেন।

ভারতের দেওবন্দে জমিয়তে উলামায়ে হিন্দের জাতীয় সম্মেলনে সরাসরি নাম না নিলেও উলামায়ে কেরামের নিশানায় ছিল উগ্রহিন্দুত্ববাদী আরএসএস ও কেন্দ্রীয় বিজেপি সরকার।

জাতীয় সম্মেলনে দেওয়া বক্তব্যে মাওলানা মাহমুদ মাদানী বলেন, ‘তাদের নিজ দেশেই অপরিচিত করা হয়েছে। দেশ স্বাধীন করতে আমাদের পূর্বপুরুষরা অনেক ত্যাগ স্বীকার করেছেন। সাম্প্রদায়িক শক্তিকে দেশের গৌরব নিয়ে খেলা করতে দেব না।’

জমিয়তের জাতীয় সম্মেলনে সংসদের উচ্চকক্ষ রাজ্যসভার সাবেক এমপি মাওলানা মাহমুদ মাদানি বলেন, ‘মুসলমানদের উগ্রবাদ এবং তীব্র প্রতিক্রিয়া এড়ানো উচিত। আগুন দিয়ে আগুন নেভানো যায় না। তাই বিদ্বেষ সাম্প্রদায়িকতা ও বিদ্বেষের উত্তর বিদ্বেষ হতে পারে না। এর জবাব দিতে হবে ভালোবাসা ও সদ্ভাবের সাথে।’

তিনি বলেন, ‘কেউ কেউ আছেন যারা ঘর বাঁচাতে ও সুন্দর করার জন্য আত্মত্যাগ স্বীকার করেন এবং আবার কেউ আছেন যারা ক্ষমা প্রার্থনা করেন। উভয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট এবং বিশ্ববাসী দেখতে পাচ্ছে কিভাবে ক্ষমা প্রার্থনাকারীরা ক্ষমতার দাম্ভিকতায় নিমজ্জিত। ওরা দেশকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে।’

মাওলানা মাদানী বিজেপিকে টার্গেট করে বলেন, ‘যারা দেশের ঐক্য ও অখণ্ডতার কথা বলে এবং অখণ্ড ভারত গড়ার কথা বলে, তারা আজ দেশের মুসলমানদের পথ চলা কঠিন করে দিয়েছে, তারা কোন অখণ্ডতা ও অখণ্ড ভারতের কথা বলেছেন? এই বিদ্বেষীরা দেশের সাথে শত্রুতা করে দেশের শান্তি, গঙ্গা-যমুনি তহজীব এবং ঐক্য, অখণ্ডতাকে বিনষ্ট করছে।’ আমরা শান্তির জন্য এ দেশকে সবচেয়ে বেশি ভালোবাসি। যারা বিদ্বেষের দোকান খুলে ঘৃণার বাজার সাজায় তারাই দেশের শত্রু’ বলেও মন্তব্য করেন জমিয়ত নেতা মাওলানা মাহমুদ মাদানী।

পার্সটুডে

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img