বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বিজয়ের পর যা বললেন এরদোগান

তুরস্কের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচনে দ্বিতীয় দফায় এসে অবশেষে বিজয় নিশ্চিত করলেন রজব তাইয়েব এরদোগান।

বিজয়ের পর আঙ্কারার হোয়াইট প্যালাসের সামনে জড়ো হওয়া লক্ষ লক্ষ জনতার সামনে বক্তব্য দেন তিনি।

সমর্থক ও নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, বহুদলীয় রাজনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচনে আমাদের নির্বাচিত করার মাধ্যমে তুরস্কের জনগণ ‘তুর্কি শতাব্দীর’ পক্ষে রায় দিয়েছে। আধুনিক বিশ্বের এযাবতকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন ছিলো এটি। জনগণের জন্য আমাদের দিন-রাত একাকার করে কাজ করতে হবে।

তিনি বলেন, ৬ ফেব্রুয়ারি স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত শহরগুলো পুনর্গঠনের কাজ আগের মতোই গুরুত্বের সাথে অব্যাহত রাখা হবে।

এরদোগান বলেন, বিশ্বব্যবস্থার অনন্য উচ্চতা ও উপযুক্ত স্থানে যাওয়ার সব ধরণের উপাদান ও শক্তি রয়েছে আমাদের। আমরা তুরস্ককে বৈশ্বিক নেতৃত্বের অনন্য উচ্চতায় নিয়ে যাবো ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, আমাদের ভুলে গেলে চলবে না যে, আগামীকাল ‘ইস্তাম্বুল বিজয়’ দিবস। আমাদের পূর্বপুরুষ সুলতান মুহাম্মদ আল ফাতিহ এই দিনে অভাবনীয় বিজয় অর্জন করেছিলেন। আমরা আগামীকাল এর ৫৭০ তম বিজয় উদযাপন করতে যাচ্ছি। ইস্তাম্বুল বিজয় দিবস আমাদের পুরোনো যুগের অবসান ঘটিয়ে নতুন যুগের সূচনার সাক্ষী হতে যাচ্ছে, যা চির-স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, তুর্কি শতাব্দীর বিপক্ষে থাকা পশ্চিমা মিডিয়াগুলো হেরে গেছে। পুন:নির্বাচিত না হতে তারা আমাদের বিরুদ্ধে প্রোপাগাণ্ডা ছড়িয়েছিলো।

এরদোগান বলেন, বিরোধী পক্ষ সিরিয় শরণার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে নির্বাচনে সুবিধা করতে চেয়েছিলো। কটাক্ষ করে তাদের মানহানি করতেও তারা পিছপা হয়নি। অথচ তারাও আমাদের নির্যাতিত নিপীড়িত মুসলিম ভাই। আমরা আমাদের ভাইদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না করে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে পারি না।

তাই নিরাপত্তার বিষয়টি নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের সেবা দিয়ে যাচ্ছি আমরা। তবে তাদের স্বেচ্ছায় প্রত্যাবর্তন ও পুনর্বাসনেও একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছি আমরা। ইতিমধ্যে ৬ লক্ষ সিরিয় শরণার্থী স্বেচ্ছায় তাদের দেশে ফিরে গিয়েছে। কাতারের সাথে এবিষয়ে আগ থেকেই কাজ করছি আমরা। কাতারের সাথে তুরস্কের নতুন একটি পুনর্বাসন প্রকল্পের আওতায় কয়েক বছরের মধ্যে আরো ১ মিলিয়ন শরণার্থীর স্বেচ্ছায় প্রত্যাবর্তন নিশ্চিত করা হবে।

উল্লেখ্য; বর্তমানে ৩.৭ মিলিয়ন সিরিয় শরণার্থী তুরস্কের সীমান্ত অঞ্চলগুলোতে আশ্রয় নিয়ে বসবাস করছে। মূলত ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হলে তুরস্ক নিপীড়ন ও বর্বরতা থেকে পালিয়ে আসা সিরিয়ানদের জন্য একটি ওপেন ডোর পলিসি গ্রহণ করে। তার আওতায় লক্ষ লক্ষ সিরিয়ান জুলুম-নির্যাতন থেকে বাঁচতে তুরস্কে চলে আসে। জাতিসংঘের হিসাব অনুযায়ী কয়েক লক্ষ সিরিয় নাগরিক এই গৃহযুদ্ধে নিহত হয়েছে। আর বাস্তুচ্যুত হয়েছে ১০ মিলিয়নেরও বেশি মানুষ।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img