শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মাওলানা শেরানীর নেতৃত্বে জমিয়তের একাংশের নেতাদের ইমরান খানের সাথে বৈঠক

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাত করেছে জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তান জেইউআই-পি-এর একটি প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পাকিস্তানের সাবেক সিনেটর ও ইসলামী নজরিয়াতী কাউন্সিলের সাবেক সভাপতি প্রবীণ আলেম মাওলানা খান মুহাম্মদ শেরানী ।

সোমবার (২২ মে) ইমরান খানের বাসভবন জামান পার্কে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে মাওলানা শেরানীর নেতৃত্বাধীন জমিয়তের এই বিশেষ প্রতিনিধি দল জামান পার্কে গিয়ে পৌঁছলে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার বাসভবনে তাদের স্বাগত জানান।

বৈঠকে রাজনৈতিক সহযোগিতা বৃদ্ধি ও কাজে গতিশীলতা আনয়নে পাকিস্তান তেহরিকে ইনসাফ ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের মাঝে একটি সমঝোতা হয়।

উলামায়ে ইসলাম পাকিস্তান-এর পক্ষ থেকে সম্প্রতি হাইকোর্ট থেকে ইমরান খানের গ্রেফতার, পিটিআই নেতা-কর্মীদের বিরুদ্ধে গণ-গ্রেফতার ও নির্বিচারে পাক জনগণ ও পিটিআই কর্মীদের উপর প্রশাসনের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জ্ঞাপন করা হয় এবং ভুক্তভোগী সকলের প্রতি সমবেদনা জানানো হয়।

এছাড়া অভ্যন্তরীণ বিশৃঙ্খলা আরো উসকে দিয়ে পাকিস্তানকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিতে এবং দেশের অর্থনীতিকে চূড়ান্ত ধ্বংসের দারপ্রান্তে নিয়ে যেতে রাষ্ট্রযন্ত্রের ভূমিকার তীব্র সমালোচনা করা হয়।

এসময় পাকিস্তান সুপ্রিম কোর্ট ও প্রশাসনকে লক্ষ্য করে বেশ কয়েকটি দাবি জানানো হয়।

১। যারা ৯ মে-কে কেন্দ্র করে ৭ শতাধিক পাকিস্তানি নাগরিককে আহত ও ২৫ জনকে নিহত করেছে তাদের এবং দেশজুড়ে জালাও-পোড়াওয়ের সাথে জড়িত প্রকৃত দোষীদের বিচারের আওতায় নিয়ে আসতে একটি সম্মিলিত তদন্ত কমিটি গঠন।

২। অবিলম্বে পিটিআইয়ের গ্রেফতারকৃত নেতা-কর্মীদের অবিলম্বে মুক্তি প্রদান ও অন্যায্য গণ-গ্রেফতার অভিযান বন্ধ।

৩। নারী ও শিশুদের সাথে সরকার ও প্রশাসনের অনৈতিক ও অমানবিক আচরণ মেনে নেওয়া হবে না, যা করার মাধ্যমে সম্প্রতি পাক প্রশাসন দেশব্যাপী মানুষের অনুভূতিতে আঘাত ও ঘৃণার জন্ম দিয়েছে।

৪। আইন, মৌলিক অধিকার ও জনগণকে রাষ্ট্রীয় দমন-পীড়ন ও ফ্যাসিবাদ থেকে নিরাপত্তা প্রদানে পাকিস্তান সুপ্রিম কোর্টকে অগ্রণী ভূমিকা পালনের জন্য এগিয়ে আসার আহবান জানানো হচ্ছে।

৫। গণমাধ্যম ও স্বাধীন সাংবাদিকতার বিরুদ্ধে জঘন্যতম প্রতিশোধস্পৃহা এবং জাতীয় সম্প্রচার মাধ্যম ব্যবহার করে মিথ্যা ও ঘৃণ্য অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হচ্ছে। এমন জঘন্য কর্মকাণ্ড থেকে সরকার ও প্রশাসনকে বিরত থাকার আহবান জানানো হচ্ছে।

৬। পাঞ্জাব ও পাখতুনখোয়ায় অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের বিলুপ্তি ও সংবিধানের অধীনে সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আদালতের সিদ্ধান্তের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

৭। সুপ্রিম কোর্টকে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য আদালতের রায়ের বাস্তবায়ন নিশ্চিত করারও অনুরোধ জানানো হচ্ছে।

উলামায়ে ইসলাম পাকিস্তান-এর পক্ষ থেকে আরো বলা হয়, রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার,আইনের সুস্পষ্ট বিরুদ্ধাচারণ ও রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক দেশের রাজনীতিতে হস্তক্ষেপ গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালন প্রক্রিয়ার উপর হামলার শামিল। তাই আমরা পাকিস্তান সুপ্রিম কোর্ট ও চীফ জাস্টিসের সাম্প্রতিক ভূমিকার ভূয়সী প্রশংসা করি ও তাদের সাথে সম্পূর্ণভাবে একাত্মতা প্রকাশ করছি। জুলুম নির্যাতনের আশ্রয় নিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষা চূর্ণ করার অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

সূত্র: সিয়াসাত।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img