বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

আমাকে মঙ্গলবার গ্রেপ্তার করার সম্ভাবনা ৮০ শতাংশ : ইমরান খান

ইমরান খানের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, আগামীকাল ইসলামাবাদের আদালতে কয়েকটি মামলার জামিন নিতে গেলে তাকে গ্রেপ্তার করা হতে পারে।

আগামীকাল মঙ্গলবার আবারও গ্রেপ্তার করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রধান ও সাবেক পাক-প্রধানমন্ত্রী ইমরান খান।

তিনি বলেন, ক্ষমতাসীন জোট পিডিএম সেনাবাহিনীর সঙ্গে একাত্ম হয়ে ‘গণতান্ত্রিক ব্যবস্থাকে ক্ষতবিক্ষত করে আমাকে এর বাইরে রাখার’ চেষ্টা করছে।

আজ সোমবার (২২ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ তথ্য জানিয়েছে।

ইমরান খান বলেন, এ মুহূর্তে আমাদের দলের ১০ হাজারেরও বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দলের জ্যেষ্ঠ নেতাদের প্রায় সবাই কারাগারে।

শত শত নারী ও শিশুকেও কারাবন্দি করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, তারা এখন সামরিক আদালতে আমাদের বিচারের চেষ্টা চালাচ্ছেন।

তিনি বলেন, আমার দুঃচিন্তা—তারা হয়তো অক্টোবরেও নির্বাচনের আয়োজন করবে না। আমার আশংকা, যখন তারা নিশ্চিত হবে যে পিটিআই জিততে পারবে না, তখনই কেবল এই নির্বাচন আয়োজন করা হবে।

তিনি আরও বলেন, পাকিস্তানের পরিস্থিতির এতই অবনতি হয়েছে যে, এমনকি, বিচারক ও আদালতের সিদ্ধান্তকেও বাতিল করে দেওয়া হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img