বুধবার, মে ৩১, ২০২৩

বিশ্বে করোনায় আরও ১৩৯ জনের মৃত্যু, কমেছে শনাক্ত

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৫৭৯ জন। সুস্থ হয়েছেন ৮৬ হাজার ৬০১ জন।

সোমবার (২৭ মার্চ) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে রাশিয়ায়। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ হাজার ৯৪০ জন এবং মৃত্যু হয়েছে ৩২ জনের।

এ ছাড়া আমেরিকায় আক্রান্ত হয়েছে ১ হাজার ৪১১ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। জাপানে আক্রান্ত হয়েছে ৬ হাজার ৩২৪ জন এবং মৃত্যু হয়েছে ২২ জনের। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছে ৯ হাজার ৩৬১ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। তাইওয়ানে আক্রান্ত হয়েছে ৪ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।

একইসময়ে চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ৪৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১৫ জনের। ডেনমার্কে আক্রান্ত হয়েছে ১১৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। সার্বিয়ায় আক্রান্ত হয়েছে ৪৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৫ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। আজারবাইজানে আক্রান্ত হয়েছেন ৫৩ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৮ কোটি ৩৩ লাখ ২৮ হাজার ১৫১ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৮ লাখ ২৬ হাজার ৯১৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ৬২ লাখ ৬২ হাজার ৭২৮ জন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img