বুধবার, এপ্রিল ১৭, ২০২৪

কর্মসূচি স্থগিত করলেন ইমরান খান

পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোরে প্রাদেশিক সরকার ১৪৪ ধারা জারি করায় শহরটিতে পূর্বনির্ধারিত নির্বাচনী সভা স্থগিত করেছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এর আগের দিন শনিবার রাতে কর্মসূচি করার ঘোষণা করেন (পিটিআই) চেয়ারম্যান।

গতকাল রবিবার (১২ মার্চ) এ কর্মসূচি স্থগিত ঘোষণা করেন দেন তিনি।

ইমরান খানের অভিযোগ, তাঁর কর্মসূচি ঘোষণার পরপর ১৪৪ ধারা জারি করে লাহোরে জনসমাগম নিষিদ্ধ করে জেলা প্রশাসন। তবে পাঞ্জাব কর্তৃপক্ষ লাহোরে অনুষ্ঠিত হতে যাওয়া পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচকে ১৪৪ ধারা জারির কারণ হিসেবে উপস্থাপন করেছে।

অন্তর্বর্তীকালীন সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে নির্বাচন কমিশন ও আদালতের দ্বারস্থ হয়েছে পিটিআই। দলটির ভাষ্য, ১৪৪ ধারা বাতিল ও অকার্যকর ঘোষণা করা উচিত। নির্বাচনী সভা-সমাবেশ স্থগিত করে কর্মীদের ‘এই ফাঁদে পা না দেওয়ার’ আহবান জানান পিটিআইপ্রধান।

এক টুইট বার্তায় ইমরান খান বলেন, আবারও মনে হচ্ছে, শুধু পিটিআইয়ের নির্বাচনী প্রচারণার ওপর অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে। যদিও লাহোরে সব ধরনের জনসমাগম চলছে। সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, কনটেইনার ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে শুধু জামান পার্ককে ঘিরে রাখা হয়েছে।

সূত্র : দ্য ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img