শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পাকিস্তানে পুলিশের ওপর হামলার পরিকল্পনাকারীসহ নিহত ৪

পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির পুলিশ সদর দপ্তরে গত ১৭ ফেব্রুয়ারি একটি বোমা হামলার ঘটনা ঘটে। পাক নিরাপত্তা বাহিনীর একটি অভিযানে এ ঘটনার মূল পরিকল্পনাকারী ইরিয়াদুল্লাহ ও আব্দুল ওয়াহিদ নিহত হয়েছে।

আজ সোমবার (১৩ মার্চ) কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গতকাল সিটিডি টিম করাচির মাংঘোপীর এলাকার একটি বাসায় অভিযান পরিচালনা করে। সেখানে করাচি পুলিশ অফিসে হামলার পরিকল্পনাকারীরা অবস্থান করছিল। অভিযানের একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে হামলার মূল পরিকল্পনাকারীরাসহ আরও ২ জন নিহত হয়। এ সময় ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১ টি আত্মঘাতী জ্যাকেট, ৫ টি অস্ত্র ও ২ টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ১৭ ফেব্রুয়ারি পুলিশের ইউনিফর্ম পরে করাচির পুলিশ সদর দপ্তরে হামলা চালানো হয়। হামলাকারী ও পুলিশের মধ্যে তিন ঘন্টা ব্যাপী সংঘর্ষ চলে। এর ফলে ৯ জন নিহত ও ১৮ জন আহত হয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছিলেন, হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: ডিপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img