স্বীকৃতি পাওয়ার জন্য সকল শর্তই পূরণ করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। কিন্তু আমেরিকার চাপে পড়ে কিছু দেশ আফগানিস্তানকে স্বীকৃতি দিতে পারছে না বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মাওলানা ইয়াকুব মুজাহিদ। এছাড়াও তিনি ইসলামী দেশগুলোর সরকারের প্রতি আফগানিস্তানকে স্বীকৃতি প্রদানেরও আহ্বান জানিয়েছেন।
শনিবার (২২ জুলাই) ‘আল আরাবিয়া’ টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, “একটি সরকার গঠনে যা কিছু প্রয়োজন তা ইতিমধ্যে আমরা পূরণ করেছি। এমন কোন প্রয়োজনীয়তা আমরা বাকি রাখিনি যা আমাদের স্বীকৃতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। কিছু দেশ আমাদের স্বীকৃতি প্রদানের জন্য তৈরি হতে কিছুটা সময় নিতে পারে। তবে আমরা সেই সমস্ত দেশের কাছে স্বীকৃতির জন্য আহ্বান জানাই যারা মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে নেই। বিশেষ করে সেইসব শক্তিশালী মুসলিম দেশগুলোকে যারা পারস্পরিক স্বার্থে আমাদের স্বীকৃতি প্রদান করবে।”
সাক্ষাৎকারে তিনি আফগানিস্তানে আল-কায়েদা গোষ্ঠীর উপস্থিতির কথা অস্বীকার করে বলেন, “আফগানিস্তানে আল-কায়েদার কোন উপস্থিতি নেই। এমনকি তারা আমাদের কোন অঞ্চল নিয়ন্ত্রণও করে না।”
এছাড়াও তিনি আফগানিস্তানের আকাশ সীমায় প্রবেশের কথা উল্লেখ করে দোহা চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে।
উল্লেখ্য; কিছু রাজনৈতিক বিশ্লেষকের ধারণা, সৌদি আরব স্বীকৃতি প্রদান করলে বিশ্বের ৫৮ টি মুসলিম প্রধান দেশ আফগানিস্তানকে স্বীকৃতি দিতে রাজি হবে।
সূত্র: তোলো নিউজ