শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আমেরিকা জুড়ে শঙ্কা: ৫০০ রাউন্ড গুলিসহ ভার্জেনিয়ার এক ব্যক্তি আটক

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের শপথ ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তার চাঁদরে ঢেকে ফেলা হয়েছে ওয়াশিংটন ডিসিকে।

রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় তার শপথের মঞ্চ বাঁধা হচ্ছে ক্যাপিটল হিল গ্রাউন্ডে।

অন্যদিকে এফবিআই সতর্ক করে দেওয়ার পর নয়া প্রেসিডেন্টের শপথগ্রহণের দিনে ফের তাণ্ডবের আশঙ্কায় সজাগ ন্যাশনাল গার্ড। খবর বিবিসি ও সিএনএনের।

ওয়াশিংটন ডিসি তো বটেই, দেশের ৫০ রাজ্যের রাজধানীতেই সেনা পাঠানো শুরু করে দিয়েছে তারা। নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে রাজ্যগুলো।

এরই মধ্যে লাইসেন্সবিহীন হ্যান্ডগান এবং প্রায় ৫০০ রাউন্ড গুলিসহ ভার্জেনিয়ার একজনকে ওয়াশিংটন চেকপয়েন্টে ধরা পড়ায় আতঙ্ক ছড়িয়েছে। পরে অবশ্য তাকে ছেড়েও দেওয়া হয়।

ওয়াশিংটন ডিসির বেশিরভাগ এলাকাতেই থাকছে লকডাউন। জায়গায় জায়গায় বসেছে চেকপোস্ট। সিক্রেট সার্ভিসের পরামর্শে ক্যাপিটল হিল লাগোয়া ন্যাশনাল মলও বন্ধ রাখা হয়েছে।

টেক্সাস শনিবার থেকে ২০ জানুয়ারি পর্যন্ত নিজেদের রাজধানী সিল রাখার কথা জানিয়ে দিয়েছে। মেরিল্যান্ড, নিউ মেক্সিকোর মতো কিছু রাজ্যের গভর্নররা এই কদিন জরুরি অবস্থা জারি করেছেন।

ক্যালিফর্নিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, ভার্জেনিয়া, ওয়াশিংটন ও উইসকনসিনে নড়ে বসেছে ন্যাশনাল গার্ড।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img