মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

পবিত্র মদিনা মনোয়ারায় করোনা ভাইরাসের টিকাকেন্দ্র খোলা হয়েছে

পবিত্র মদিনা মনোয়ারায় করোনা ভাইরাসের টিকাকেন্দ্র খুলেছে সৌদি আরব সরকার।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ডা. মুহাম্মাদ আল-আবদেল আলি জানিয়েছেন মদিনায়ও করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হয়েছে। মদিনার আমির প্রিন্স ফয়সাল বিন সালমান এবং ডেপুটি আমির প্রিন্স সৌদ বিন খালিদ আল ফায়সাল করোনার প্রথম ডোজ নিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি জানান, সৌদির দুই লাখ ৯৫ হাজারের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়েছে।

মুহাম্মাদ আল-আবদেল আলি জানিয়েছেন, আমাদের স্বাস্থ্য নিরাপদ রাখার মূল ও শক্তিশালী অস্ত্র হলো টিকা। যারা এ দেশে করোনা টিকা পাওয়ার যোগ্য, তারা হলেন- প্রথমে এ দেশের নাগরিক।

এছাড়া প্রবাসীদের যারা বৈধ জাতীয় আইডি এবং বসবাসের অনুমতি (ইকামা) রয়েছে তারা। তবে সে ক্ষেত্রেও টিকা পাওয়ার জন্য আগে নিবন্ধন থাকতে হবে।

সূত্র: সৌদি গেজেট

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img