মঙ্গলবার, মার্চ ১৯, ২০২৪

ভারত কিছু টিকা উপহার দেবে, তবে কোন কোম্পানির দেবে তা জানি না : স্বাস্থ্যমন্ত্রী

ভারত সরকার বাংলাদেশকে কিছু টিকা উপহার দেবে বলে জানিয়েছেন  স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘ভারত কিছু টিকা উপহার দেবে, তবে কোন কোম্পানির (টিকা) দেবে তা জানি না। গ্লোব বায়োটেককেও সহায়তা করা হবে যতটুকু তারা চায়।’

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) মিলনায়তনে ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে করোনাভাইরাসের টিকা সম্পর্কে মন্ত্রী এ মন্তব্য করেন।

ডিআরইউর সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে মন্ত্রী আরো বলেন, সরকারি টিকা দেয়া হবে বিনামূল্যে। কিন্তু বেসরকারি টিকার দাম নির্ধারণ করে দেয়া হবে।

তিনি বলেন, বাংলাদেশ টিকা কিনবে চার ডলারে। বেক্সিমকোকে প্রতি ডোজে এক ডলার করে দেয়া হবে। ভারত সরকার যে দামে টিকা কেনার কথা ছিল, বাংলাদেশকেও একই দামে টিকা দেবে। তবে বাংলাদেশ যে দামে টিকা কিনছে, ভারত তার চেয়ে বেশি দামে কিনলেও বাংলাদেশকে অতিরিক্ত টাকা দিতে হবে না।

জাহিদ মালেক বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে ফাইজারের চার লাখ টিকা আসবে। এই টিকা সংরক্ষণ করতে মাইনাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ফ্রিজার প্রয়োজন হয়। আমাদের কিছু ফ্রিজার আছে এ ধরনের যেগুলো গবেষণার কাজে ব্যবহার করা হয়, ফাইজারের টিকা সংরক্ষণে ওই ফ্রিজারগুলোই ব্যবহার করা হবে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img