শনিবার, এপ্রিল ২০, ২০২৪

মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ রাখল মোদি সরকার

ভারতের রাষ্ট্রপতি ভবনের মুঘল গার্ডেনের নাম পরিবর্তন করে ‘অমৃত উদ্যান’ করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

গতকাল শনিবার (২৮ জানুয়ারি) ভারতীয় প্রেসিডেন্টের ডেপুটি প্রেস সেক্রেটারি নাভিকা গুপ্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “স্বাধীনতার ৭৫ বছর পূর্তি অর্থাৎ আজাদি কা অমৃত মহোৎসব উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছেন।”

মুঘলরা বাগানের ব্যাপক প্রশংসা করত। ঐতিহাসিক গ্রন্থ বাবরনামায় জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেছিলেন, তার প্রিয় বাগান হল ‘ফার্সি চর বাঘ শৈলী’। আক্ষরিক অর্থে যাকে চারটি বলা হয়। এছাড়াও তারা এ বাগান গুলিকে মুঘলরা নানা রকম ফুলের গাছ দিয়ে সজ্জিত করত যাতে সেখানে মানুষ প্রকৃতির সমস্ত উপাদানের সাথে পুরোপুরি সহাবস্থান করতে পারে।

উল্লেখ্য, এর পূর্বেও উগ্র হিন্দুত্ববাদী মোদী সরকার মুসলিমদের নামের সাথে মিল থাকায় একাধিক স্থান ও রেল স্টেশনের নাম পরিবর্তন করে দিয়েছেন। মুঘলসরাই স্টেশনের নাম পরিবর্তন করে হয়ে গেছে দীনদয়াল উপাধ্যায় স্টেশন। এলাহাবাদারে নাম পরিবর্তন করে রাখা হয়েছে প্রয়াগরাজ।

সূত্র: মুসলিম মিরর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img