শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর প্রতিবাদে ইস্তাম্বুলে বিক্ষোভ

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইস্তাম্বুলের সুইডিশ কনস্যুলেটের বাইরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তুরস্কের জনগণ। ইতিমধ্যে এই ঘটনা দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ককে উত্তেজনাপূর্ণ ও জটিল করে তুলেছে।

গতকাল রবিবার (২২ জানুয়ারি) ইস্তাম্বুলের সুইডিশ কনস্যুলেটের বাইরে এ বিক্ষোভ সমাবেশ সংঘটিত হয়।

পতাকা ও ব্যানার নিয়ে সমাবেশে প্রায় ২৫০ জন লোক অংশগ্রহণ করেছিলেন। ব্যানারে লেখা ছিল, “আমরা সুইডেনের রাষ্ট্র-সমর্থিত ইসলামোফোবিয়ার নিন্দা জানাই।”

উল্লেখ্য, গত শনিবার উগ্র ডানপন্থী ইসলামবিদ্বেষী কর্মী রাসমুস পালুদান সুইডেনের স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ আল কুরআন এর একটি অনুলিপি পুড়িয়ে দেন। সেই রাত থেকেই ইস্তাম্বুল ও ষ আঙ্কারায় ব্যাপকভাবে জনবিক্ষোভ ছড়িয়ে পড়ে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img