বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

দুবাইয়ে তৈরি হতে যাচ্ছে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বিশ্বের প্রথম থ্রিডি প্রিন্ট মসজিদ বানানোর পরিকল্পনা করা হয়েছে। এই বছরের অক্টোবর মাসে এই মসজিদের নির্মাণকাজ শুরু করা হবে।

দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস ডিপার্টমেন্ট (আইএসিএডি) এর প্রকৌশল বিভাগের পরিচালক আলী আল-সুওয়াইদি এক সংবাদ সম্মেলনে এই বিষয়টি জানিয়েছেন।

তিনি বলেন, মসজিদটি নির্মাণ করা হবে দুবাই এর বুর দুবাই এলাকায়। যা সংযুক্ত আরব আমিরাতের প্রাচীনতম এলাকা গুলির মধ্যে একটি। ২ হাজার স্কয়ার মিটার এরিয়া জুড়ে মসজিদটি নির্মাণ হবে। এখানে প্রায় ৬০০ মুসল্লী সালাত আদায় করতে পারবেন।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দেশনায় ২০২৫ সালে মসজিদটির নির্মাণকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, থ্রিডি প্রিন্টিং প্রযুক্তি কার্বন পদচিহ্ন হ্রাস করে। এছাড়া এর ব্যবহারে নির্মাণ সামগ্রীর বর্জ্য হ্রাস পায় ও এটি পরিবেশবান্ধব ও বটে।

সূত্র: মিডিল ইস্ট মনিটর
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img