শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে শিক্ষা ও বিজ্ঞান বিষয়ক তথ্য বিনিময় করা উচিত : আফগান শিক্ষামন্ত্রী

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের শিক্ষামন্ত্রী মাওলানা নাদা মোহাম্মদ নাদিম বলেছেন, আফগানিস্তান ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ হিসেবে একে অপরের সাথে ভালো শিক্ষাগত সম্পর্ক ও বৈজ্ঞানিক গবেষণা তথ্য বিনিময় করা উচিত।

গতকাল রবিবার (২২ জানুয়ারি) আফগানিস্তানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সাইফুল্লাহ খানের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে মাওলানা নাদিম বলেন, আফগানিস্তান ও পাকিস্তান দুটি প্রতিবেশী দেশ যাদের মধ্যে ধর্ম ও সংস্কৃতির প্রচুর সাদৃশ্য রয়েছে।

এছাড়াও মাওলানা নাদিম রাষ্ট্রদূতকে পাকিস্তানে শিক্ষারত আফগান শিক্ষার্থীদের সমস্যা সমাধান ও বৃত্তি প্রদানে সহযোগিতা করার অনুরোধ জানান।

বৈঠকে পাকিস্তানের রাষ্ট্রদূত সাইফুল্লাহ খান পাকিস্তানে আফগান শিক্ষার্থীদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন।

এছাড়াও বৈঠকে ছাত্র ভিসা সহজীকরণ নিয়েও আলোচনা হয়েছে।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img