বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

নিত্যপণ্যের দাম জনগণের বুকে পাহাড় হয়ে চেপে আছে: শামা ওবায়েদ

বিএনপির সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) শামা ওবায়েদ বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে অস্বাভাবিকভাবে সব জিনিসের দাম বেড়ে গেছে। সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। নিত্যপণ্যের দাম জনগণের বুকে পাহাড় হয়ে চেপে আছে।

সোমবার (২৩ জানুয়ারি) ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্করদিয়ায় শামা ডেইরি ফার্ম মাঠে অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, বর্তমান সরকার বিদ্যুৎ ও জ্বালানি খাত ধ্বংস করে দিয়েছে। সরকার সাধারণ মানুষের কথা চিন্তা না করে স্বেচ্ছাচারী আচরণের মাধ্যমে জনগণের ঋণের বোঝা আকাশচুম্বী করছে। বিদ্যুতের পর এবার গ্যাসের দাম বাড়িয়েছে। চুরি, লুটপাট, অনিয়ম ও অব্যবস্থাপনা আড়াল করতেই দাম বৃদ্ধির এই মরণ ফাঁদ তৈরি করা হচ্ছে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img