শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে আফগানিস্তান

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সুইডেনে পবিত্র কুরআন পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি এ ধরনের উস্কানিমূলক কর্মকান্ডে জড়িত অপরাধীদের কঠোর শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে।

গতকাল রোববার (২৩ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ বিষয়টি জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে , “সুইডিশ কর্তৃপক্ষকে অবশ্যই এই নিকৃষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে ও ইসলামকে অপমানিত করার মত এমন ঘটনা প্রতিরোধ করতে হবে।”

উল্লেখ্য; গত শনিবার (২১ জানুয়ারি) স্টকহোমে তুর্কি দূতাবাসের সামনে একদল উগ্র ডানপন্থিরা বিক্ষোভ চলাকালে কোরআন পোড়ানোর ঘটনা ঘটে। গত বছরের এপ্রিলে পবিত্র রমজান মাসে কোরআন পোড়ানোর ‘সফর’ ঘোষণা করেছিল সুইডেনের উগ্র ডানপন্থীরা। এই কর্মসূচি ঘিরে সুইডেনে ব্যাপক দাঙ্গার সৃষ্টি হয়েছিল।

সূত্র: বাখতার নিউজ এজেন্সি
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img