শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

শাহবাজ শরীফের ঘনিষ্ঠ মহসিন রাজা নকভীকে পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগ

পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মহসিন রাজা নকভী।

রোববার (২২ জানুয়ারী) রাতে তিনি শপথ নেন। আগামী তিন মাস তিনি পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিকে ইনসাফের পক্ষ থেকে মহসিন রাজা নকভীকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে মেনে না নেওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ ক্ষমতায় ছিলো। কেন্দ্রীয় সরকারকে নির্বাচনে যেতে বাধ্য করার জন্য পাঞ্জাব ও খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক পরিষদ ভেঙে দেন ইমরান খান। এতে করে দুই প্রদেশে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে।

খাইবার পাখতুনখোয়া সরকারি দল তেহরিকে ইনসাফ ও বিরোধীদল জমিয়তে উলামায়ে ইসলামের (এফ) যৌথভাবে আজম খানকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে নিয়োগ দিতে একমত হয়। গত ২১ জানুয়ারি আজম খান খাইবার পাখতুনখোয়া তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে শপথ নেন।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী নিয়োগের জন্য প্রাদেশিক সরকারি দল তেহরিকে ইনসাফ ও প্রাদেশিক বিরোধী দলীয় জোট নিজেদের পক্ষ থেকে নাম প্রস্তাব করেন। কিন্তু সরকারি দল ও বিরোধী দল একমত হতে না পারায় বিষয়টি নির্বাচন কমিশনের কাছে চলে যায়।

নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রাদেশিক বিরোধীদল পিডিএম-এর প্রস্তাবিত মহসিন রাজা নকভীকে তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়।

পেশায় সাংবাদিক মহসিন রাজা নকভী বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ঘনিষ্ঠ লোক বলে পরিচিত। তিনি একাধিক বেসরকারি টেলিভিশন চ্যানেলের মালিক।

মহসিন রাজা বিষয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছে ইমরান খানের দল তেহরিকে ইনসাফ।

তাদের অভিযোগ, মহসিন রাজা নকভীকে সেনাবাহিনী ও কেন্দ্রীয় সরকার মিলে তেহরিকে ইনসাফের বিরুদ্ধে কাজ করার জন্য পাঞ্জাবের তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তেহরিকে ইনসাফের নেতারা।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img