বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

গোহত্যা বন্ধ করলে পৃথিবীতে আর কোন সমস্যাই থাকবে না: ভারতীয় আদালত

গোহত্যা নিয়ে উদ্ভট ও মনগড়া এক পর্যবেক্ষণ দিয়েছে ভারতের গুজরাটের একটি আদালত। গুজরাটের প্রিন্সিপাল জেলা জজ সমীর বিনোদচন্দ্র ব্যাস বলেছেন, “পৃথিবীর সব সমস্যাই মীমাংসিত হয়ে যাবে যদি গোহত্যা বন্ধ করা হয়। এছাড়া যে সব বাড়ির দেয়ালে গোবর ব্যবহার করা হয়েছে সেগুলো পারমাণবিক তেজস্ক্রিয়তায়ও ক্ষতিগ্রস্ত হয় না।”

গতকাল রবিবার (২২ জানুয়ারি) গবাদি পশু চোরাচালান মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়ার সময় তিনি আদালতে এ কথা বলেন।

জজ সমীর বলেন, “গরু মহাবিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ। গোহত্যার কারণে জলবায়ু পরিবর্তন হচ্ছে। পৃথিবীতে গরুর রক্তের ফোঁটা প্রবাহিত হলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গরু শুধুমাত্র একটি প্রাণী নয় এটি আমাদের মা। গরুর মতো কৃতজ্ঞ আর কোন প্রাণী নেই।”

শুধু তাই নয় তিনি দাবি করেন, তার এসব দাবির নাকি বৈজ্ঞানিক প্রমাণও রয়েছে। বিচারক আরও বলেন, “বহু দুরারোগ্য রোগের নিরাময় হয় গোমূত্র পান করলে।”

উল্লেখ্য, গত বছরের আগস্টে ১৬টি গরু পাচারের দায়ে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

সূত্র: জি নিউজ
spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img