শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ইসরায়েলের নতুন সরকারকে অভিনন্দন জানালেন আরব আমিরাতের প্রেসিডেন্ট

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মুহাম্মাদ বিন জায়েদ আল নাহিয়ান ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নব নির্বাচিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানিয়েছেন।

শনিবার আনাদোলু নিউজ এজেন্সির প্রতিবেদনে এ বিষয়টি জানানো হয়েছে।

দুবাইয়ের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, বিন জায়েদ একটি ফোন কলে নেতানিয়াহুর সাথে কথা বলেছেন। এসময় তিনি তার নতুন সরকার গঠনের জন্য তাকে অভিনন্দন জানান।

ইউএই নেতা বিন জায়েদ বলেন, তিনি প্রতিটি ক্ষেত্রে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে আগ্রহী।

এফোন কলে নেতানিয়াহু সংযুক্ত আরব আমিরাতের নেতাকে ধন্যবাদ জানান ও তেল আবিব এবং আবুধাবির মধ্যে সম্পর্ক উন্নয়নের বিষয়ে কথা বলেন।

নেসেটে অনাস্থা ভোটে জয়ের পরপরই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন নেতানিয়াহু। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত প্রথম মেয়াদে এবং পরবর্তীতে ২০০৯ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দ্বিতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী ছিলেন তিনি।

প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতা গ্রহণের পরই নেতানিয়াহু ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরে নতুন করে ইহুদি বসতি সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেছেন

উল্লেখ্য, ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ‘বন্ধু’ আখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আর ক্ষমতায় নেতানিয়াহুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img