মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

এজিয়ান অঞ্চলে গ্রীস উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে : তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী এজিয়ান ও পূর্ব ভূমধ্যসাগরের উন্নয়নের কথা উল্লেখ করে বলেছেন, গ্রীস এই অঞ্চলে উস্কানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রেখেছে।

গত রোববার (১ জানুয়ারি) তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকর সিরিয়ার সীমান্তের কাছে দক্ষিণ কিলিস প্রদেশের সামরিক ডাকঘর পরিদর্শনের সময় বলেন, “আমরা গ্রিসের প্রতি শান্তির হাত বাড়িয়ে দিলেও গ্রিস তার উস্কানিমূলক কর্মকাণ্ড ও বক্তৃতা চালিয়ে যায় যা ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি করে।”

তিনি আরো বলেন, “তুরস্কের নীতি খুবই স্পষ্ট। আমরা আন্তর্জাতিক আইন, আত্মরক্ষা ও আমাদের নিজেদের (তুর্কি) সাইপ্রিয়ট ভাইদের অধিকারের কথা বলি। অন্যদিকে এথেনস আন্তর্জাতিক চুক্তি লংঘন করে পূর্ব এজিয়ান দ্বীপপুঞ্জকে অস্ত্র প্রদান অব্যাহত রেখেছে।”

উল্লেখ্য, পূর্ব ভূমধ্যসাগরের দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে প্রায়ই দু’দেশের মধ্যে উত্তেজনা তৈরি হয়। তেল কিংবা গ্যাসের মতো মূল্যবান কোনো সম্পদ নিয়ে নয়, বরং সমুদ্র সীমান্ত নিয়েই দু’দেশের মধ্যে এই দ্বন্দ্ব।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img