শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

তুরস্কের রাষ্ট্রদূতকে উইঘুর অঞ্চলে যেতে বাধা; চীন-তুরস্ক সম্পর্ক উত্তপ্ত

তুরস্কের রাষ্ট্রদূতকে চীনের উত্তর-পশ্চিমের শিনজিয়াং প্রদেশের উইঘুর অঞ্চলে যাওয়ার অনুমতি দিতে অস্বীকার করেছে চীন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যেকার সম্পর্কের টানাপড়েন তৈরি করেছে।

গত বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু এ বিষয়ে জানান।

তিনি বলেন, “চীন সরকার পূর্বে বলেছিল, তুরস্ক থেকে একটি মানবিক প্রতিনিধি দল এসে শিনজিয়াং পরীক্ষা করতে পারে। পাঁচ বছর আগে তিনি এ প্রস্তাবটি করেছিলেন। কিন্তু পাঁচ বছর ধরে কেন আপনি এই প্রতিনিধিদলকে সফরে বাধা দিচ্ছেন ? সহযোগিতা করছেন না কেন ?”

তিনি আরো বলেন, “উইঘুর ইস্যুতে আমাদের মনোভাবের কারণে বেইজিং বিরক্ত হওয়ায় তুরষ্ক-চীন সম্পর্ক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

তুরস্ক তার দেশ থেকে উইঘুরদের চীনে ফেরত পাঠিয়েছে এমন দাবি তিনি পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন। এসব প্রতিবেদনের দাবিগুলিকে “সম্পূর্ণ মিথ্যা” বলে অভিহিত করেছেন তিনি।

তিনি বলেন, “আমরা আন্তর্জাতিক অঙ্গনে তুর্কি উইঘুরদের অধিকার রক্ষা করার চেষ্টা করি যদিও তা চীনকে বিরক্ত করে৷ কিন্তু এটি একটি মানবিক সমস্যা।”

তিনি গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে উইঘুরদের উপর প্রকাশ করা একটি প্রতিবেদনের ৪৮ পৃষ্ঠার উদ্ধৃতি দিয়ে বলেন। “শিনজিয়াং অঞ্চলের বন্দী শিবিরগুলোতে বছরের পর বছর ধরে উইঘুরদের আটকে রাখা হয়েছে, তাদের উপর পাশবিক নির্যাতন চালানো হচ্ছে, যৌন সহিংসতা, জোরপূর্বক শ্রম এবং জোরপূর্বক গর্ভপাতের প্রমাণ রয়েছে। যা সুস্পষ্ট ভাবে মানবাধিকার লঙ্ঘন করে। আমাদের অবশ্যই এর প্রতিক্রিয়া জানাতে হবে।”

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন, “আমরা চীনের সাথে স্বচ্ছভাবে সহযোগিতামূলক সম্পর্ক গড়তে চাই। কিন্তু আমরা চীনের প্রচারের হাতিয়ার হতে চাই না? আমরা স্পষ্টতই চীন বিরোধী নই। আমরা সবসময় বলেছি যে আমরা এক-চীন নীতিকে সমর্থন করি।”

সূত্র: মিডিল ইস্ট মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img