বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

উত্তর প্রদেশে রাস্তা প্রশস্ত করার অজুহাতে ভেঙ্গে দেওয়া হলো ঐতিহাসিক মসজিদ

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের একটি ঐতিহাসিক মসজিদকে রাস্তা প্রশস্ত করার অজুহাতে ভেঙ্গে দেওয়া হয়েছে। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

ভারতীয় অধ্যাপক এবং ইউনেস্কোর চেয়ারপারসন অশোক সোয়াইন টুইটারে ভিডিওটি শেয়ার করেন। এতে উত্তর প্রদেশের রাস্তার পাশের একটি মসজিদকে ভারী যন্ত্রপাতি দিয়ে ভেঙ্গে ফেলতে দেখা যাচ্ছে।

অশোক সোয়াইন তার টুইটে লিখেন, ভারতের উত্তর প্রদেশ রাজ্যে একটি রাস্তা প্রশস্ত করতে মসজিদটি ভেঙ্গে দেওয়া হয়েছে।

এছাড়াও মুসলিম স্পেস নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে, উত্তর প্রদেশের এলাহাবাদ শহরের হান্ডিয়া গ্রামে অবস্থিত শাহী মসজিদটি ভেঙ্গে দেওয়া হয়েছে। মসজিদটি শের শাহ সুরির আমলে প্রতিষ্ঠিত হয়েছিল।

এ বিষয়ে মসজিদের ইমাম বলেন, বিষয়টি নিয়ে আদালতে শুনানি চলছিল এবং ১৬ জানুয়ারি মামলাটির শুনানি হওয়ার কথা ছিল।

সুত্র : জিয়ো নিউজ

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img