মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

যে কারণে আফগানিস্তানে দূতাবাস বন্ধ করে দিলো সৌদি আরব

ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে সৌদি আরব তার দূতাবাস বন্ধ করে দিয়েছে। কারন হিসেবে তারা দায়েশের সম্ভাব্য হামলার হুমকি উল্লেখ্য করেছে।

আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে ২ ফেব্রুয়ারি বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, সৌদি কূটনীতিক ও দূতাবাসের কর্মচারীদের ইসলামাবাদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে সঠিক প্রত্যাবর্তনের তারিখ তারা স্পষ্ট করে কিছু জানায়নি।

তবে আফগান তথ্যমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, “কাবুলে সৌদি আরবের কূটনৈতিক মিশন বন্ধ করা হয়নি। সৌদি কূটনীতিকরা প্রশিক্ষণের জন্য রিয়াদে গেছেন। এক সপ্তাহ বা তার কিছু পরে কাবুলে তারা পুনরায় ফিরে আসবেন।”

সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, দায়েশ একটি গাড়ির মাধ্যমে বোমা ব্যবহার করে কাবুলের সৌদি কূটনৈতিক মিশনে হামলার পরিকল্পনা সাজিয়েছে যা তাদের দূতাবাস বন্ধ করতে ও এর কর্মচারীদের ইসলামাবাদে সরিয়ে নিতে প্ররোচিত করেছে।

উল্লেখ্য; সৌদি আরবের দূতাবাস আফগানিস্তানের শাশ দারাক এলাকায় অবস্থিত। যা রাজধানী কাবুলের অন্যতম নিরাপদ এলাকা।

সূত্র: কেপি

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img