বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

আরব-ইসরাইল সম্পর্ক রুখতে সবচেয়ে কার্যকর উপায় প্রতিরোধ : হামাস

ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কয়েকটি আরব দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রবণতা থামানোর জন্য ইসরাইল-বিরোধী জোরালো প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে সবচেয়ে কার্যকর উপায়।

‘সম্পর্ক স্বাভাবিকীকরণের বিরুদ্ধে ঐক্য’ শীর্ষক সম্মেলনে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ইসমাইল হানিয়া বলেন, আরব-ইসরাইল সম্পর্ক ঠেকানোর তিনটি পথে রয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো পথ হচ্ছে ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা। দ্বিতীয় উপায় হচ্ছে- ৯০’র দশকে সই হওয়া অসলো চুক্তি বাতিল করে জাতীয় রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করা এবং ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠা করা।

তিনি বলেন, আরব-ইসরাইল সম্পর্ক ঠেকানোর তৃতীয় উপায় হচ্ছে ফিলিস্তিনি সংগঠনগুলোর মধ্যে ঐক্য জোরদার করা। আরব-ইসরাইল সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া ঠেকাতে মুসলিম উম্মাহ এবং স্বাধীনচেতা দেশগুলোর মধ্যে অংশীদারিত্ব জোরদার করা আরকেটি উপায় হতে পারে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img