বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

অনুমতি নেই এমন জায়গায় বিএনপিকর্মীদের জড়ো হতে দেবে না ডিএমপি

আগামী ১০ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। অনুমতি ছাড়া অন্য কোথাও বিএনপি নেতাকর্মীদের জমায়েত হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম।

সোমবার (৫ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

হায়াতুল ইসলাম বলেন, যেহেতু নয়াপল্টনে সমাবেশ করার কোনও অনুমতি দেওয়া হয়নি ডিএমপির পক্ষ থেকে, সেই কারণে নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না। ১০ তারিখের আগে থেকেই পুলিশ সদস্যদের ডিপ্লয়মেন্ট শুরু হয়ে যাবে।

এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার ফারুক হোসেন বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টিকোণ থেকে যদি দেখি তাহলে একটি থ্রেট তৈরি হতে পারে। পারমিশনের বাইরে অন্য জায়গায় যারা জমায়েত হওয়ার চেষ্টা করবে, সেটা বেআইনি হিসেবে পরিগণিত হবে। আইনশৃঙ্খলা রক্ষা করার জন্য ডিএমপির পক্ষ থেকে যে ধরনের উদ্যোগ নেওয়া দরকার, সেসব উদ্যোগ আমরা নেবো।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img