শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বাংলাদেশ-ভারত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন শেখ হাসিনা-নরেন্দ্র মোদি : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উভয় দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন।

বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বার্তাসংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

দীপু মনি বলেন, শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি দুই দেশের সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে গেছেন এবং জি২০ সেই এজেন্ডা গঠনে অত্যন্ত ইতিবাচক ভূমিকা পালন করবে।

তিনি বলেন, আমাদের নেতারা এই সম্পর্কটিকে নতুন উচ্চতায় নিয়ে গেছেন। আমি আশা করি জি২০ জোটে তারা এই এজেন্ডাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ইতিবাচক ভূমিকা পালন করবেন। যা এই অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খা পূরণে সাহায্য করবে।

তিনি বলেন, দারিদ্র্য, সন্ত্রাসবাদ, নিরক্ষরতা… এগুলো আমাদের অভিন্ন শত্রু। আমাদের এই সবের বিরুদ্ধে একসঙ্গে লড়াই করতে হবে। দক্ষিণ এশিয়ায়, আমি মনে করি আমরা এটি করার চেষ্টা করছি। আমাদের নেতারা আমাদের সেই দিকে এগিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমাদের সম্পর্ক, এই বন্ধন অত্যন্ত দৃঢ়, শক্তিশালী। আর মুক্তিযুদ্ধের সময় আমাদের উভয় দেশের জনগণের আত্মত্যাগ এবং ভারতের কাছ থেকে আমরা যে সমর্থন পেয়েছি তার কারণে এই সম্পর্ক দৃঢ় হয়েছে। আমি বিশ্বাস করি শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদি উভয়েই জি২০ তেও মোদি খুব গঠনমূলক ভূমিকা পালন করবেন।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img