শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

ভারতে আল্লামা ইকবালের কবিতা আবৃত্তি করায় মামলা করলেন হিন্দু পরিষদের নেতা

ভারতের প্রাথমিক বিদ্যালয় সকালের সমাবেশে আল্লামা মুহম্মাদ ইকবালের একটি কাব্য “লাব পে আতি হ্যায় দু’আ” পাঠ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অতঃপর স্থানীয় বিশ্ব হিন্দু পরিষদের (ভিএইচপি) নেতা সোমপাল সিং রাঠোর এই সরকারি স্কুলের শিক্ষা মিত্র ও অধ্যক্ষের বিরুদ্ধে “ধর্মীয় আবেগে আঘাত করার” অভিযোগে মামলা দায়ের করেছেন।

গত শনিবার (২৪ ডিসেম্বর) ভারতের উত্তর প্রদেশের বেরেলিতে এ ঘটনাটি ঘটে।

পুলিশের বিবৃতি থেকে জানা যায়, সোমপাল সিং এই মর্মে থানায় অভিযোগ করেছেন যে, “ওয়াজিরুদ্দিন এবং নাহিদ সিদ্দিকী স্কুলের শিক্ষার্থীদের মুসলিম প্রার্থনা আবৃতি করতে বাধ্য করেছেন। এ কবিতার মাধ্যমে শিক্ষার্থীদের ইসলাম ধর্মে ধর্মান্তরিত করার প্রয়াস চালিয়েছেন ও হিন্দু ধর্মীয় সংবেদনশীলতাকে আঘাত করেছেন।”

ভিডিওটিতে দেখা যায় স্কুলের প্রধান শিক্ষক বিখ্যাত কবি আল্লামা ইকবালের “মেরে আল্লাহ বুরাই সে বাচনা মুঝকো” (হে আল্লাহ, আমাকে মন্দ থেকে রক্ষা করুন) কবিতাটি আবৃত্তি করছিলেন।

এ বিষয়ে স্কুল প্রশিক্ষক জানান, স্কুলে প্রায় ২৬৫ জন শিশু রয়েছে যাদের অধিকাংশই মুসলিম।

স্কুলের অধ্যক্ষ নাহিদ সিদ্দিকীকে শিক্ষা বিভাগ থেকে সাসপেন্ড করা হয়েছে ও শিক্ষা মিত্র ওয়াজিরউদ্দিনের বিষয়ে তদন্ত করা হচ্ছে।

২০১৯ সালে ভারতের পিলিভীত জেলার একজন প্রধান শিক্ষককেও একই কবিতা আবৃতির জন্য বরখাস্ত করা হয়েছিল।

উল্লেখ্য, বিখ্যাত উর্দু কবি ইকবাল ১৯০২ সালে “লাব পে আতি হ্যায় দু’আ” কবিতাটি লিখেন। “সারে জাহান সে আছা হিন্দুস্তান হামারা” একটি সুপরিচিত দেশাত্মবোধক গানও তিনি লিখেছিলেন যেটি বর্তমানে ভারতের প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রমের একটি অংশ।

সূত্র: মুসলিম মনিটর

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img