শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

উত্তর সিরিয়ায় ৫ পিকেকে সন্ত্রাসীদের ‘নিরপেক্ষ’ করেছে তুরস্ক

তুরস্কের সামরিক বাহিনীর সাম্প্রতিক অভিযানের ফলে উত্তর সিরিয়া থেকে ৫ জন পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসীকে “নিরপেক্ষ” করা হয়েছে।

গত রবিবার (২৫শে ডিসেম্বর) তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইট বার্তার মাধ্যমে এ বিষয়টি জানিয়েছে।

তুরস্কের প্রশাসনিক কর্তৃপক্ষ নিরাপত্তা জনিত কারণে “নিরপেক্ষতা” শব্দটি ব্যবহার করেছে। যার অর্থ হতে পারে সন্ত্রাসীরা আত্মসমর্পণ করেছে বা নিহত হয়েছে অথবা বন্দী হয়েছে।

টুইট বার্তায় বলা হয়েছে, অপারেশন পিস স্প্রিং ও অপারেশন ইউফ্রেটিস শিল্ড জোনে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু করা হয়েছিল।

উল্লেখ্য,৩৫ বছরেরও বেশি সময় ধরে পিকেকে তুরস্কের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকে-কে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করেছে। মহিলা ও শিশু সহ ৪০ হাজার এর ও বেশি মানুষের মৃত্যুর জন্য দায়ী করা হয় এ সন্ত্রাসী সংগঠনটিকে। ওয়াইপিজি হল সন্ত্রাসী গোষ্ঠীটির সিরিয়া শাখা।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img
spot_img